বিগ বেনের কাছাকাছি যেতে হলে দুই কানের ফুটো বন্ধ করার ইয়ারপ্লাগ পরে নিতে হয়। না হলে ১৩ হাজার ৭০০ কেজি ওজনের মস্তবড় ঘণ্টার প্রচণ্ড আওয়াজে শ্রবণশক্তি হারানোর আশঙ্কা থাকে। পাঁচ বছরব্যাপী সংস্কারকাজের পর লন্ডনের বিশ্বখ্যাত ঘণ্টাঘড়ি বিগ বেন ফের সচল হচ্ছে। ব্রিটেনের দুই কক্ষের পার্লামেন্ট…